ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

হিজবুল্লাহর নতুন নেতা নাইম কাসেম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২৯ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেমকে গোষ্ঠীটির নতুন প্রধান ঘোষণা করা হয়েছে। তিনি গত মাসে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত নেতা হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের একাধিক আক্রমণে এই গোষ্ঠীর বেশিরভাগ নেতৃত্বকে হত্যা করা হয়। হেজবুল্লাহর সিনিয়র নেতাদের মধ্যে যারা বেঁচে আছেন, কাসেম হলেন তাদের মধ্যে একজন।

ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় গত মাসের শেষের দিকে নিহত হন হিজবুল্লাহর তৎকালীন প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকে কে হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান এ নিয়ে জল্পনা চলছিল।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। পরের দিন ২৮ সেপ্টেম্বর ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 

তিনি ৩২ বছর হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

কাফা/এএইচ

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি